প্রকৃতিকে সবুজে সাজাতে কুমিল্লায় নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। জেলা কৃষি পুনর্বাসন বাস্তবায়ন কমিটির মাধ্যমে বিনামূল্যে বিভিন্ন দপ্তর ও সংস্থার মাঝে বিতরণ করা হচ্ছে বিভিন্ন ফলদ ও ভেষজ গাছের চারা। এর মধ্যে রয়েছে নারিকেল, আম, তাল, জাম, নিম, কাঁঠাল ও বেলগাছ।
মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালকের কার্যালয় প্রাঙ্গণে কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির কাছে ৫০০ গাছের চারা হস্তান্তর করা হয়।
বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক আইউব মাহমুদসহ অন্যান্য কর্মকর্তারা।
সরকারি হর্টিকালচার সেন্টার ও বিএডিসি সৈয়দপুর হর্টিকালচার এ ৫০০ চারা সরবরাহ করে।
বিডি প্রতিদিন/হিমেল