প্রতিবেশী রাষ্ট্র নেপালের উত্তাল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে দমদম বিমানবন্দরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে নেপালে শান্তির বার্তা দিলেন। সেই সঙ্গে নেপাল সীমান্তবর্তী রাজ্যের সীমান্ত এলাকাতেও শান্তি বজায় রাখার বার্তা দিলেন মমতা।
মমতা বলেন, নেপাল আমার দেশ নয়। এটা বিদেশি রাষ্ট্র। এ ব্যাপারে কথা বলতে পারি না। ভারতের কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কথা বলতে পারে, আমি নই। কিন্তু নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং আমরা এ রাষ্ট্রগুলোকে ভালোবাসি। কেন্দ্রীয় সরকার যদি আমাদের অনুমতি দেয়, তবে কিছু বলতে পারি। তাছাড়া এ বিষয়টি কেন্দ্রীয় সরকারের অধীন। তবে আমার অনুরোধ, শিলিগুড়ি, কালিম্পংসহ বিস্তৃত সীমান্ত এলাকা রয়েছে, সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানাচ্ছি। কেউ যেন গণ্ডগোলে জড়িয়ে না পড়ে।