ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি বাসে ভয়াবহ আগুন লাগার ঘটনায় কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর ভলভো বাসটিতে আগুন ধরে যায়। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী বাসটিতে ৪১ জন আরোহী ছিলেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতে পুলিশ বলছে, একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের কারণে বাসের জ্বালানি ট্যাঙ্ক ফেটে আগুন ধরে যায়। এ ঘটনায় যাত্রীরা বাসের ভিতরে আটকে পড়েন। কুরনুলের জেলা প্রশাসক এ সিরি বলেন, কাবেরি ট্রাভেলস বাসে ৪১ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, দিবাগত রাত ৩টা থেকে ৩টা ১০ মিনিটের দিকে একটি মোটরসাইকেলের সঙ্গে বাসের সংঘর্ষ হয়। এ ঘটনায় জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায়। ট্যাঙ্ক থেকে জ্বালানি চুইয়ে পড়ে এবং ঘর্ষণের কারণে আগুন লেগে থাকতে পারে।
জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তারা বলেছেন, ৪১ আরোহীর মধ্যে ২১ জন অক্ষত অবস্থায় বাস থেকে নামতে পেরেছেন।
কুরনুলের পুলিশ সুপার বিক্রান্ত প্যাটেল বলেন, আমরা মরদেহ উদ্ধার করা শুরু করেছি। ডিএনএ সংগ্রহের জন্য সংশ্লিষ্ট লোকজন এখানে আছেন।
প্যাটেল আরও বলেন, চালক বলেছেন, দুর্ঘটনার পর তিনি আগুন দেখতে পান এবং দ্বিতীয় চালককে জাগান। তারা ভেবেছিলেন এটি ছোট আগুন। পানির বোতলে থাকা পানি দিয়ে তারা আগুন নেভানোর চেষ্টা করেছিলেন। কিছু যাত্রী ঘুম থেকে জেগে বের হয়ে আসতে সক্ষম হন এবং হাইওয়ের পাশে থাকা অন্য লোকজনের সহযোগিতা নিয়ে বাসের জানালা ভেঙে ফেলেন। তারা অনেককে বাইরে লাফ দিতে সাহায্য করেছিলেন। কিন্তু দুঃখজনকভাবে অনেককেই বাঁচানো যায়নি।