কয়েক মাস দেরি হলেও অবশেষে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামক শহরের মেয়র আমের গালিব সিনেট ফরেন রিলেশনস কমিটির আইনপ্রণেতাদের কাছে তার বক্তব্য তুলে ধরার সুযোগ পেয়েছেন। গত মার্চে তাকে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইয়েমেনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আমের গালিব ডেমোক্র্যাটিক দলের সমর্থক ছিলেন। পরে গত বছর নির্বাচনি প্রচারের সময় তিনি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রে প্রথম মুসলিম মেয়র হিসেবে তিনি ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছিলেন। তবে ইসরায়েলের কঠোর সমালোচক, নানা মন্তব্য এবং একজন সাধারণ নাগরিক থাকাকালে সামাজিক যোগাযোগমাধ্যমে করা আমের গালিবের অন্যান্য মন্তব্য রাষ্ট্রদূত হিসেবে তার নিয়োগ নিশ্চিত করার ক্ষেত্রে বড় বাধা হয়ে উঠেছিল।
বিশেষ করে ইসরায়েলপন্থি অ্যান্টি-ডিফেমেশন লিগ (এডিএল) এবং কিছু ডানপন্থি সংবাদমাধ্যম তার ওই সব মন্তব্য তুলে ধরার পর জটিলতা তৈরি হয়।
সিনেট ফরেন রিলেশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যান শাহিন গত বছর হামাসের যৌন সহিংসতার প্রতিবেদনগুলোকে ‘বাইডেন প্রশাসনের মিথ্যা ও প্রতারণামূলক প্রচারণা’ বলে গালিবের করা মন্তব্য নিয়ে তাকে জেরা করেন।
শাহিন দাবি করেন, ওই সব অভিযোগের নথিবদ্ধ প্রমাণ রয়েছে। আমি ব্যক্তিগতভাবে যে প্রমাণ দেখেছি, তাতে দেখা যায় হামাসের সদস্যরা ইচ্ছাকৃতভাবে নারী ও শিশুদের ওপর যৌন সহিংসতা চালিয়েছেন। তথ্যসূত্র : মিডল ইস্ট আই