ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনকালে তরিকুল ইসলাম শিবলী (৪০) নামে এক সাংবাদিক অসুস্থ হয়ে মারা গেছেন। তিনি ‘চ্যানেল এস’ নামে একটি গণমাধ্যমের সিটি রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তার বাবার নাম এ কে এম সাহেব উল্লাহ। গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলার এতবারপুরে। ঢাকার তুরাগ থানার উত্তরা দিয়াবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। দুই কন্যার জনক তিনি। তরিকুল ডাকসু নির্বাচনের সংবাদ লাইভ অসুস্থ হয়ে পড়েন।
দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তরিকুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়ে থাকতে পারেন।