চট্টগ্রামের কালুরঘাট সেতুতে বিদ্যুতের তার চুরির ঘটনা ঘটেছে। এতে সেতুর বাতিগুলো না জ্বলায় ২৩ দিন ধরে অন্ধকারে ৯৫ বছরের পুরোনো এ সেতু। অন্ধকারের কারণে সেতুতে চলাচলকারীদের নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়রা জানান, ৪৩ কোটি টাকা ব্যয়ে পুরোনো কালুরঘাট সেতু সংস্কার করে যান ও পথচারী পারাপারের জন্য উন্মুক্ত করা হয়। কিন্তু রেল কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সেতুটিতে নানান সমস্যা দেখা দিয়েছে। গত ছয় মাসে এই ঝুঁকিপূর্ণ সেতুতে চারজনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি একাধিক ট্রেন-গাড়ি সংঘর্ষের ঘটনা ঘটেছে। জান আলী হাট রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার নেজাম উদ্দিন বলেন, স্থানীয়রা বিষয়টি আমাদের জানিয়েছেন। লাইটগুলো সচল করতে ৩১ আগস্ট রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তরে জরুরি চিঠি পাঠিয়েছি। কিন্তু এখনো কোনো কাজ হয়নি। রেলওয়ে পূর্বাঞ্চলের বৈদ্যুতিক প্রকৌশলী আরিফুল ইসলাম বলেন, সংস্কারকালে সড়কবাতি রক্ষণাবেক্ষণসহ নিরাপত্তার দায়িত্ব ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের। দ্রুত সড়কবাতি চালুর জন্য ম্যাক্সকে নির্দেশ দেওয়া হয়েছে। নতুনভাবে সংস্কারের পর পথচারীদের সুবিধার্থে ৩১টি স্ট্রিটলাইট স্থাপন করা হয়। ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচারের তথ্যানুযায়ী, প্রায় ১৮০০ ফুট বৈদ্যুতিক তার চুরি হয়েছে।