‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে রাজধানী উত্তরার দিয়াবাড়িতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২টায় প্রকৃতি ও জীবন ক্লাব, ঢাকা শাখার আয়োজনে এবং বাংলালিংকের সহযোগিতায় এই কর্মসূচি পালিত হয়।
এতে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ক্লাব, ঢাকা এবং বাংলালিংকের সদস্যরা অংশগ্রহণ করেন।
এদিন দিয়াবাড়িস্থ ষোলহাটি স্কুলের পাশের রোড ডিভাইডার ও আশপাশের জমিতে বৃক্ষের চারা রোপন করা হয়। এ সময় রোপন করা হয় মোট ৩০০টি চারা এবং বিতরণ করা হয় ২০০টি।
এর আগে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু বলেন, ‘মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপের কারণেই কিন্তু পরিবেশের নানান ক্ষতি হচ্ছে, জলবায়ু পরিবর্তিত হচ্ছে; কাজেই মানুষকেই পরিবেশ রক্ষায় সচেতন হতে এবং এইক্ষেত্রে পদক্ষেপ নিতে এগিয়ে আসতে হবে। এই কাজটা আমরা শুরু করতে পারি আমাদের নিজেদের পরিবারের ছোট শিশুদেরকে পরিবেশ নিয়ে সচেতন করে তোলার মাধ্যমে।’
প্রকৃতি ও জীবন ক্লাব, ঢাকার নির্বাহী পরিষদের সভাপতি মোহাম্মদ আসলাম হুসাইন বলেন, ‘আমাদের কাজ হলো প্রকৃতিকে ভালো রাখা। আমরা প্রতিটি মানুষ যদি প্রকৃতিপ্রেমী হই, তবে আমাদের দেশ সুন্দর হবে, আমরা সবাই ভালো থাকব।’
এ কর্মসূচি আয়োজনে সহযোগিতা করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও ষোলহাটি প্রাথমিক বিদ্যালয়ের কর্মকর্তারা।
বিডি-প্রতিদিন/বাজিত