পর্যটন কেন্দ্র কুয়াকাটা সৈকতে আবারো ভেসে এলো মৃত একটি ইরাবতী ডলফিন। এটি লম্বায় প্রায় ১০ ফুট। পুরো মাথা এবং শরীরের বিভিন্ন অংশে চামড়া উঠানো। এছাড়া বিভিন্ন স্থানে ক্ষত চিহ্ন রয়েছে।
বৃহস্পতিবার শেষ বিকালে কুয়াকাটা সৈকতের চর-গঙ্গামতি এলাকায় ডলফিনটিকে স্থানীয়রা দেখতে পায়। খবর পেয়ে উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন কুয়াকাটা উপরা’র সদস্যরা উদ্ধার করে। পরে বন বিভাগের সহায়তায় মৃত ডলফিনটিকে মাটি চাপা দেওয়া হয়। চলতি বছর এটি নিয়ে মোট ৯টি মৃত ডলফিন কুয়াকাটার সৈকতের বিভিন্ন পয়েন্টে ভেসে এসেছে বলে ডলফিন রক্ষা কমিটির সূত্রে জানা গেছে।
কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির সদস্য আবুল হোসেন রাজু জানান, দেখে মনে হচ্ছে এটি জোয়ারে সময় ভেসে এসেছে। ইরাবতী প্রজাতির এই ডলফিন দক্ষিণ-পূর্ব এশিয়া ও বঙ্গোপসাগর সমুদ্র উপকূলের নিকটে নদীর মোহনাতে বিভিন্নভাবে দেখা যায়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এসব ডলফিনের মৃত্যুর সঠিক কারণগুলো বের করার আবেদন জানাচ্ছি।
বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের সহযোগী গবেষক (সিফ্যাচ) সাগরিকা স্মৃতি সাংবাদিকদের বলেন, ডলফিনের মৃতদেহ ভেসে আসা অনেক পুরনো ঘটনা। বর্ষা মৌসুমে এগুলো বেশি দেখা যায়। উন্নত বিশ্বগুলো সামুদ্রিক পরিবেশ রক্ষায় আমাদের থেকে বেশি এগিয়ে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী ডলফিন ও সংরক্ষিত সামুদ্রিক প্রাণী বাঁচাতে যতদিন সংশ্লিষ্ট দপ্তরগুলো এগিয়ে না আসবে, ততদিন এই সমস্যার সমাধান হবে না।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান বলেন, ডলফিনটি উদ্ধার করে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        