কক্সবাজারের চকরিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রসহ তিনজন ডাকাত দলের সদস্য গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার ভোরে পরিচালিত অভিযানে পুলিশ একটি দেশীয় তৈরী এলজি, দুই রাউন্ড কার্তুজ এবং ডাকাতি কাজে ব্যবহৃত লোহার হাতুড়ি উদ্ধার করে।
কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম জানান, অভিযানের সময় ডাকাতরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন পূর্ব বড় ভেওলা ইউপির জিসান (২০), সাহারবিল ইউপির আব্দুল্লাহ (২২), পূর্ব কালাগাজী সিকদার পাড়ার মোহাম্মদ শাহজাহান (৪২)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তদন্ত চলছে এবং অন্য সংশ্লিষ্টদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/আশিক