দেশবরেণ্য লালন সংগীতশিল্পী ফরিদা পারভীন আবার অসুস্থ হয়ে রাজধানীর ইউনিভার্সাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আছেন। এখন তিনি নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন।
২ সেপ্টেম্বর রাতে কয়েকবার বমি করেন ফরিদা। এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রাখা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ফরিদা পারভীনের চিকিৎসা যতটা ভালোভাবে করা সম্ভব তা-ই চেষ্টা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে ফরিদা পারভীনের অবস্থা কিছুটা জটিল।
বিডি প্রতিদিন/নাজমুল