রংপুরের পীরগাছায় পুকুরে গোসল ও খেলতে নেমে পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৃথক স্থানে এ দুটি ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, উপজেলার সদর ইউনিয়নের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় গোলাম রাব্বি (৮) নামের এক শিশু পানিতে ডুবে মারা যায়। সে স্থানীয় মিন্টু মিয়ার ছেলে ও নাছুমামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র। রাব্বি ও তার বন্ধু মামুন দুপুরে পুকুরে গোসল করতে যায়। তারা কলাগাছ ধরে ভেসে খেলা করার সময় রাব্বি হঠাৎ পুকুরের মাঝখানে ডুবে যায়। অনেকক্ষণ পরও ভেসে না উঠলে মামুন চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা জাল ফেলে রাব্বির মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপর ঘটনায়, উপজেলার অন্নদানগর ইউনিয়নের বার্মন সরদার এলাকায় মোছাঃ আরশি মনি (৭) নামে এক শিশু পানিতে ডুবে মারা যায়। নিহত আরশি মনি গাইবান্ধা জেলার কিশমত বালুয়া নগর গ্রামের আতাউর প্রামাণিকের মেয়ে। সে নানার বাড়িতে বেড়াতে এসেছিল। দুপুরে খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
পীরগাছা থানার ওসি রোমেল বড়ুয়া দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিডি প্রতিদিন/এএম