চট্টগ্রামে নারী নির্মাতাদের চলচ্চিত্র নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে 'চিটাগাং ইন্টারন্যাশনাল অল উইমেন ফিল্ম ফেস্টিভাল ২০২৫'।
বিজ্ঞপ্তিতে উৎসবের আয়োজক মাসউদুর রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) এই দুইদিন বসবে সিনেমার এই উৎসব। চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে বসবে এই উৎসবের আসর।
বিকাল ৪টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে আয়োজন এবং প্রদর্শনিগুলো সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। নারী নির্মাতাদের অনুপ্রাণিত করা এ আয়োজনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন আয়োজন মাসউদুর।
তিনি বলেন, “উদ্বোধনী আয়োজনের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। পাঁচটি দেশের নারী নির্মাতারা যুক্ত হয়েছেন এই প্রথম আসরে। নারী নির্মাতাদের গল্পে যে দৃঢ়তা, সংগ্রাম ও আশার প্রতিফলন ঘটে, দর্শকদের আমরা সেটিই দেখাতে চাই।”
‘ফিল্ম ফর আস’ ও ‘এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ফিল্ম ক্লাবের’ যৌথ উদ্যোগে এবং কানেক্টহারের সহযোগিতায় আয়োজিত এ উৎসবে থাকবে দুইটি বিভাগে প্রতিযোগিতা। তা হল সেরা ফিকশন ও সেরা ডকুমেন্টারি।
উৎসবে দেখানো হবে ১৩টি সিনেমা; এর মধ্যে ৭টি ফিকশন এবং ৬টি ডকুমেন্টারি। এছাড়া দেখা যাবে ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র এবং নির্বাচিত আরও ১৫টি সিনেমা।
উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি প্রতিযোগিতা বিভাগে মনোনীত চলচ্চিত্রগুলি দেখানো হবে। শুক্রবার দেখতে পাবেন ফিলিস্তিনের নারী নির্মাতাদের নির্মিত ১২টি ফিলিস্তিনি চলচ্চিত্র। যেখানে ইজরায়েলি দখলদারি, ফিলিস্তিনি প্রতিরোধ ও মানবিক টানাপোড়েনের অভিজ্ঞতা উঠে এসেছে। একই দিনে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত চলচ্চিত্রের জন্য পুরস্কার ঘোষণা এবং বিতরণ করা হবে।
ফিল্ম ফর আসের সহপ্রতিষ্ঠাতা এবং উৎসবের সহআয়োজক সাদিয়া আফরিন বলেন, আমরা এই উৎসবে প্রদর্শিত চলচ্চিত্রগুলোকে কেবল চলচ্চিত্র হিসেবেই বিবেচনা করছি না। এই ধরনের কাজ নারীদের টিকে থাকার অভিজ্ঞতা, সমাজ ব্যবস্থার প্রতিফলন এবং নারীদের মত প্রকাশের সাহসী মাধ্যম হিসেবেও কাজ বলে জানিয়েছেন আফরিন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ