সিরাজগঞ্জ শহরের মালসাপাড়ায় যমুনা নদীর কোলঘেঁষে বহুমুখী সুবিধাসম্পন্ন যমুনা ইকো শিশুপার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম এ শিল্পপার্কের ভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, উপজেলা নির্বাহী অফিসার মনোয়ার হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মুনতাসির মেহেদীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, “যমুনার তীর ঘেঁষে সরকারী জায়গায় নির্মিতব্য এই ইকো শিশুপার্ক হবে বিনোদন ও পর্যটনের একটি আধুনিক কেন্দ্র। এখানে শিশুদের বিনোদনের জন্য নানা ব্যবস্থা থাকবে। এছাড়া রাতে থাকার ব্যবস্থা, হোটেল, মসজিদ ও অন্যান্য সুযোগ-সুবিধাও পার্কে যুক্ত করা হবে।”
বিডি প্রতিদিন/আশিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        