নজিরবিহীন বিক্ষোভে নেপালে সরকারের পতন হয়েছে। দেশটির তরুণ প্রজন্মের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিসহ বেশ কয়েকজন মন্ত্রী।
এদিকে গণপিটুনির শিকার হয়েছেন দেশটির অর্থমন্ত্রী বিষ্ণু প্রসাদ পাউডেল। কাঠমান্ডুর রাস্তায় তাকে তাড়া করেন বিক্ষোভকারীরা। ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, অর্থমন্ত্রীকে লক্ষ্য করে লাথি মারছেন এক বিক্ষোভকারী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপ ও সরকারের দুর্নীতির বিরুদ্ধে সোমবার বিক্ষোভে ফেটে পড়ে দেশটির তরুণরা।
কাঠমান্ডু পুলিশের মুখপাত্র শেখার কানাল বলেন, বেশ কয়েকটি গ্রুপ মঙ্গলবারের কারফিউ মানতে অস্বীকৃতি জানায়। বিভিন্ন এলাকার সড়কে বিক্ষোভ করেছে মানুষ। এক তরুণ বিক্ষোভকারী অর্থমন্ত্রী পাউডেলকে তাড়া করেছেন। এক পর্যায়ে পাউডেলকে লক্ষ্য করে লাথি মারেন ওই তরুণ। এতে ছিটকে দেয়ালের সঙ্গে প্রবল ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যান ওই মন্ত্রী। সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/একেএ