যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে ডানপন্থী রাজনৈতিক কর্মী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র চার্লি কার্ক বুধবার এক হামলায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। হত্যাকাণ্ডের পরপরই এ ঘটনায় ‘কট্টর বামপন্থীদের’ দুষছেন ট্রাম্প ও বিলিয়নিয়ার ইলন মাস্ক।
নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক ভিডিওতে এ ঘটনাকে যুক্তরাষ্ট্রের ‘কালো অধ্যায়’ জানিয়ে ট্রাম্প বলেছেন, চার্লি সত্যের জন্য প্রাণ দিয়েছেন। তাদের (বামদের) বক্তব্য রক্ষণশীল এই কর্মীর মৃত্যুতে ভূমিকা রেখেছে। এদিকে, ইলন মাস্ক এটিকে ‘ঠাণ্ডা মাথায় খুন’ আখ্যা দিয়ে গভীর শোক প্রকাশ করেছেন। এ সময় কার্কের হত্যাকাণ্ডের জন্য তিনি সরাসরি বামপন্থীদের দায়ী করেন। সামাজিক মাধ্যম ‘এক্স’-এ পোস্ট করে মাস্ক স্পষ্ট ভাষায় জানান, ‘তারা (বামপন্থীরা) ঠাণ্ডা মাথায় খুন উদযাপন করছে।’ পরবর্তীতে আরও তীব্র ভাষায় মাস্ক সরাসরি বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি লিখেন, ‘বামরা হচ্ছে খুনিদের দল।’
ট্রাম্প জানান, তিনি সত্য ও স্বাধীনতার প্রতীক ছিলেন, এবং তরুণদের কাছে এত সম্মানিত আর কেউ কখনও হননি। চার্লি ছিলেন গভীর বিশ্বাসের একজন মানুষ। আমরা এই জেনে সান্ত্বনা পাই যে এখন তিনি স্বর্গে ঈশ্বরের সঙ্গে শান্তিতে আছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি যেন এই ভয়াবহ দুঃখ ও কষ্টের সময়ে কার্কের স্ত্রী ও সন্তানদের দেখভাল করেন।
রিপাবলিকান পার্টির তরুণ ভোটারদের সংগঠিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন কার্ক।
সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান।
বিডি প্রতিদিন/এএম