বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে দুই দিন জেলাব্যাপী হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়েছে। অপরদিকে আসন পুনর্বিন্যাসের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। প্রতিনিধিদের পাঠানো খবর-
বাগেরহাট : চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বুধ ও বৃহস্পতিবার মোংলা বন্দরসহ জেলাজুড়ে হরতাল, সড়ক অবরোধ পালনের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এসব কর্মসূচির সমর্থনে গতকাল জেলা সদর, উপজেলা ও পৌর শহরগুলোতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়। এতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও বিভিন্ন দলের নেতা-কর্মীসহ নানান পেশার মানুষ অংশ নেন।
সমাবেশে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বলেন, একটি আসন কমে গেলে রাজনৈতিক প্রতিনিধিত্বের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, চাকরি ও বিভিন্ন সরকারি সেবায় বাগেরহাটবাসী বঞ্চিত হবে। জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, বাগেরহাটের চারটি আসন বহাল রাখতে হবে। তা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ভাঙ্গা (ফরিদপুর) : উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে সংসদীয় আসন ফরিদপুর-৪ থেকে কেটে ফরিদপুর-২ এর সঙ্গে যুক্ত করার প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। ফলে গতকাল সকাল থেকে ঢাকা-বরিশাল, ঢাকা-খুলনা এবং ফরিদপুর-বরিশাল মহাসড়ক সম্পূর্ণ বন্ধ ছিল। অবরোধ প্রত্যাহার করা হয় সন্ধ্যা সাতটায়। তবে আজও অবরোধ কর্মসূচি পালনের কথা জানান আন্দোলনকারীরা। সারা দিনের অবরোধে চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার পর ঢাকা-গোপালগঞ্জ-খুলনা মহাসড়ক, ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়ক এবং ঢাকা-ভাঙ্গা-বরিশাল মহাসড়কে গাড়ি চলাচল বন্ধ করে দেয় বিক্ষুব্ধ জনগণ। ভাঙ্গায় মহাসড়কে অন্তত ২০টি স্থানে আগুন জ্বালিয়ে, গাছ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ ছাড়া মহাসড়কের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড ও মুনসুরাবাদ বাসস্ট্যান্ডে কিশোরদের ফুটবল খেলতেও দেখা যায়।
ব্রাহ্মণবাড়িয়া : সংসদীয় আসন ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে কেটে বিজয়নগর উপজেলার দুটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ এর সঙ্গে যুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। গতকাল বেলা ১১টায় আশুগঞ্জ গোল চত্বর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে মহাসড়ক অবরোধ করা হয়। ঘণ্টাখানেকের অবরোধে যান চলাচল বন্ধ হলে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অবরোধকারীরা বলেন, ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সঙ্গে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে যুক্ত করা হয়। অবিলম্বে সীমানা পুনর্বিন্যাস করতে হবে। দুই ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বহাল রাখতে হবে। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।