গাজীপুরে চোর আখ্যা দিয়ে পিটিয়ে অটোরিকশা চালক নুরে আলম হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। মঙ্গলবার উজিরপুর উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কবির শিকদার (৫৭) উজিরপুর উপজেলার বাসিন্দা মৃত গোলাম আলী শিকদারের ছেলে ও গাজীপুর কালিয়াকৈর ভাতারিয়া গ্রামের আবদুল কাদেরের ভাড়াটিয়া। র্যাব কর্মকর্তা জানান, ২৫ এপ্রিল টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই মিলগেট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা নুর আলম কালিয়াকৈর মহড়াবহ বাজারে অটোরিকশা কিনতে যান। অটোরিকশা কিনে ফেরার পথে কালিয়াকৈর জাঙ্গালিয়া ব্রিজের ওপর কবির শিকদার তাকে চোর আখ্যা দিয়ে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করেন। এতে তার মৃত্যু হয়।
নুর আলমকে হাসপাতালে চিকিৎসা দিয়ে কবির শিকদার তার ভাড়াবাসায় নিয়ে যান। এতে নুর আলমের মৃত্যু হয়। তখন গলায় রশি বেঁধে তাকে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করে পুলিশকে খবর দেন। এ ঘটনায় নুর আলমের ভাই বাদী হয়ে মামলা করেন।