দীর্ঘ ১০ মাস পর আবারও ইংল্যান্ড জাতীয় দলের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন অলরাউন্ডার স্যাম কারান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ (বুধবার) শুরু হওয়া তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেই ফিরছেন তিনি। ম্যাচটি অনুষ্ঠিত হবে কার্ডিফে।
শেষবার ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন ২০২৪ সালের নভেম্বরে, তখন দলের ভারপ্রাপ্ত কোচ ছিলেন মার্কাস ট্রেসকোথিক। দীর্ঘ বিরতির পর এবারই প্রথম ব্রেন্ডন ম্যাককালামের কোচিংয়ে খেলবেন এই বাঁহাতি অলরাউন্ডার।
প্রায় এক বছর জাতীয় দলের বাইরে থাকা কারান সম্প্রতি দ্য হান্ড্রেড টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে নির্বাচকদের দৃষ্টি কাড়েন। ওভাল ইনভিন্সিবলের হয়ে তিনি করেন ২৩৮ রান ও নেন ১২ উইকেট।
এই পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই শুক্রবার তাকে ইংল্যান্ড স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। বিপরীতে বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেটকে। কারানের অন্তর্ভুক্তিতে দলের ব্যাটিং ও পেস বোলিং বিভাগে নতুন ভারসাম্য এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের শিরোপা জয়ে বড় ভূমিকা ছিল স্যাম কারানের। তিনি সেই টুর্নামেন্টে ছিলেন ফাইনালের সেরা এবং টুর্নামেন্ট সেরাও।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হারের সময় ইংল্যান্ড দলের পেস বোলিং অলরাউন্ডারের অভাব বেশ চোখে পড়ে। তখন স্পিনার জ্যাকব বেথেল ও উইল জ্যাকস মিলেই পঞ্চম বোলারের ভূমিকা পালন করেছিলেন। কারানের ফেরায় এবার সে ঘাটতি পূরণ হবে বলেই ধারণা।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), স্যাম কারান, টম ব্যান্টন, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জফ্রা আর্চার, আদিল রাশিদ।
বিডি প্রতিদিন/মুসা