বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং দৈনিক কালবেলা পত্রিকার ব্যুরোপ্রধান আরিফিন তুষার মারা গেছেন। গত সোমবার রাত ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৩৮ বছর। সহকর্মীরা জানান, কালবেলার বরিশাল অফিসে কাজের সময় হঠাৎ বুকে ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করেন তুষার। পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গতকাল সকাল ৯টার পর অশ্বিনী কুমার হলের নগরীর সদর রোডে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। পরে লাশ নেওয়া হয় তুষারের গ্রামের বাড়ি বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্ধারমানিক গ্রামে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে লাশ দাফন হওয়ার কথা রয়েছে। আরেফিন তুষার দেড় বছর বয়সি এক ছেলে, স্ত্রী, মা-বাবা ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।