বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সংস্কারের দাবিতে ফের মহাসড়ক অবরোধ করেছে বিক্ষোভকারীরা। সোমবার সকাল ১১টার দিকে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের সামনে অবস্থান নিয়ে শুরু হয় বিক্ষোভ। একই সময়ে হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভকারীদের একাংশ আমরণ অনশন কর্মসূচি শুরু করে।
অনশনরত বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাইয়ান ইসলাম বলেন, “বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দক্ষ জনবল নেই। এখানে এলে কাউকে পাওয়া যায় না। নার্সদের মাথা সবসময় গরম থাকে, তারা রোগীর কথা শোনে না। স্বাস্থ্য উপদেষ্টা এসে সমাধান না করা পর্যন্ত অনশন চলবে।”
এদিকে, সকাল ১১টায় হাসপাতালের তৃতীয় তলার সেমিনার কক্ষে সংবাদ সম্মেলন করেন পরিচালক একে এম মশিউল মুনীর। তিনি বলেন, আন্দোলনের বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা, সচিব ও মহাপরিচালকের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। তারা সবাই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। দাবিগুলো পূরণের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
বিডি প্রতিদিন/আশিক