রাজধানীর মালিবাগ এলাকার মৌচাক মোড়ে অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজের পার্কিং থেকে উদ্ধার করা দুই মরদেহের পরিচয় মিলেছে।
সোমবার দুপুরে পার্কিংয়ে রাখা প্রাইভেটকারের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ এসে গাড়ির নম্বর প্লেট ও বিআরটিএ’র দেওয়া তথ্যানুযায়ী মালিকের সঙ্গে যোগাযোগ করে।
গাড়ির মালিক পুলিশকে জানান, তার গাড়ি চালকের নাম জাকির ও সঙ্গে থাকা অপর ব্যক্তির নাম নিজাম। দু’জনের বাড়ি নোয়াখালীর চাটখিল।
পুলিশ জানায়, রবিবার ভোরের দিকে গাড়ির মালিক হাসপাতালে চিকিৎসাধীন এক আত্মীয়কে দেখতে আসেন। চালক ছাড়াও ওই গাড়িতে মালিকের সঙ্গে আরও একজন ছিলেন। পরে হাসপাতাল থেকে গাড়ির মালিক একা চলে গেলেও চালক এবং তার সঙ্গী ওই গাড়িতেই অবস্থান করছিলেন।
ডিএমপির রমনা জোনের ডিসি মাসুদ গণমাধ্যমকে বলেন, সিআইডিসহ অন্য বিশেষজ্ঞরা আসছেন। তারা তদন্ত করবেন। এ ছাড়া মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণেরও কাজ চলছে। গাড়ির মালিকও আসছেন। সব ধরনের তদন্ত শেষে বিষয়টি হত্যাকাণ্ড নাকি অন্যকিছু তা পরিষ্কার হবে।
বিডি প্রতিদিন/একেএ