Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ মার্চ, ২০১৭ ২৩:১৪

মেসির রেকর্ড ভাঙলেন নেইমার

অনলাইন ডেস্ক

মেসির রেকর্ড ভাঙলেন নেইমার

লিওনেল মেসির রেকর্ড ভাঙলেন নেইমার। বুধবার রাতে পিএসজির বিপক্ষে ম্যাচের অন্তিমলগ্নে সার্জিও রবার্তোকে দিয়ে এক গোল করিয়ে এক মৌসুমে মেসির সর্বোচ্চ সাতটি এসিস্টের রেকর্ডটা ভেঙে দেন এ ব্রাজিলিয়ান। এটি চ্যাম্পিয়ন্স লিগের এক মৌসুমে নেইমারের অষ্টম এসিস্ট।  

পিএসজির বিপক্ষে প্রথম লেগে ৪-০ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। তবে মেসি-নেইমারদের পায়ের জাদুতে সেই খাদের কিনার থেকে উঠে আসে বার্সা।

নেইমার একাই পিএসজির জালে দুবার বল জড়ান। একটি করে গোল করেছেন মেসি, লুইস সুয়ারেজ, সার্জিও রবার্তো। বার্সার ৬-১ ব্যবধানের জয়ে বাকি গোলটি এসেছে পিএসজির খেলোয়াড় কুরজাওয়ার ভুলে (আত্মঘাতী)। এই জয়ের মাধ্যমে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বার্সা।


বিডি-প্রতিদিন/এস আহমেদ


আপনার মন্তব্য