কোটা সংস্কার আন্দোলন ও কারফিউর কারণে ডিজেল সরবরাহ বাধাগ্রস্ত হওয়ায় ঠাকুরগাঁওয়ে জমিতে সেচ দিতে পারছেন না কৃষক। অন্যদিকে খরার কারণে জেলার আবাদি জমিতে দেখা দিয়েছে ফাটল। সব মিলিয়ে চিন্তিত কৃষক।
সদর উপজেলার কৃষক জয়নাল আবেদিন বলেন, ‘৩ বিঘা জমিতে আমন চারা রোপণ করেছি। সঠিক সময়ে পানি দিতে পারছি না। শহরে ডিজেল সরবরাহ না থাকায় সমস্যা হয়েছে। আমনের এবার কী হবে আল্লাহ জানে।’ কৃষক আনিসুল হক বলেন, ‘একদিকে কারফিউ, অন্যদিকে ডিজেল পাচ্ছি না। তার ওপর খরায় জমিন ফাটে যাচ্ছে। কী করব বুঝতেছি না।’
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সিরাজুল ইসলাম বলেন, ‘চলমান কারফিউর কারণে কৃষকের কিছুটা সমস্যা হয়েছে। অনেকে জমিতে শ্যালো মেশিন দিয়ে সেচ দিত, ডিজেল না থাকায় তা পারছে না। আমরা সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছি।’