স্নাতক শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ে ধারণা ও দিকনির্দেশনা দিয়ে সুসংগঠিত করতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘ক্যাম্পাস টু কর্পোরেট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ (আইপিই) ও সাইপিয়ার উদ্যোগে এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে আইপিই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোহাম্মদ মাহামুদ হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করীম। এসময় আরও উপস্থিত ছিলেন আইপিই বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইকবাল, অধ্যাপক ড. চৌধুরী আবুল আনাম রাশেদ, অধ্যাপক ড. মোছা নাছিমা বেগম, অধ্যাপক সৈয়দ মিসবাহ উদ্দিন, সহযোগী অধ্যাপক চৌধুরী মো. লুতফুর রহমান, শান্ত সাহা, সহকারী অধ্যাপক মেহেদী হাসান কিবরিয়া, প্রভাষক জাহেদুল আলম, প্রীতিদীপ্ত পাল চৌধুরী, সিফাত রহমান, ফারহানা মাহবুব ও পার্থ সারথি ভৌমিক।
সেমিনারে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো.সাজেদুল করীম বলেন, ‘ক্যারিয়ার সচেতন করতে এই সেমিনারটি শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দনীয়, মানানসই ক্যারিয়ার সিলেকশনে করতে পারবে সহজেই।’
সেমিনারে কিনোট স্পিকার হিসেবে বক্তব্য দেন টেক জায়ান্ট টেসলার সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার তৌফিক রহমান। তিনি দেশে ও দেশের বাহিরে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে কিভাবে সফল হওয়া যায় সে বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
বিডি প্রতিদিন/জামশেদ