রংপুর মহানগরীর তাজহাটে সাড়ে ১০ কেজি গাঁজা ও ৭৩ বোতল ফেনসিডিলসহ নান্টু মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে র্যাব-১৩ রংপুরের সদস্যরা তাকে পার্কের মোড় এলাকায় গ্রেপ্তার করে। গ্রেপ্তার নান্টু কুড়িগ্রাম সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের বাসিন্দা। র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া সালমান নুর আলম ঘটনার সত্যতা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেন।
রংপুর র্যাব-১৩ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে তাজহাট থানার পার্কের মোড় এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ৭৩ বোতল ফেনসিডিলসহ নান্টুকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় তাজহাট থানায় র্যাবের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।