কেরানীগঞ্জে হামিদা বেগম নামে এক গৃহবধূর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। কলাতিয়া আলিনগর এলাকায় বাবার বাড়ি থেকে গতকাল লাশ উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে নিহতের স্বামী রুবেলকে গ্রেপ্তার করা হয়েছে। হামিদা কলাতিয়া আলিনগর এলাকার আবদুল হামিদের মেয়ে। রুবেলের বাড়ি মানিকগঞ্জের সিঙ্গাইর থানায়। নিহতের বড় বোন হ্যাপি জানান, পারিবারিকভাবেই আমার খালাতো ভাই রুবেলের সঙ্গে হামিদার দুই বছর আগে বিয়ে হয়। বিয়ের পর রুবেল বিদেশে যায়। এরপর থেকে স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না। পাঁচ মাস আগে ঝগড়া করে হামিদা বাবার বাড়ি আসে। বৃহস্পতিবার সকালে রুবেল আমাদের বাসায় এসে হামিদার সঙ্গে তার ঘরে একাকি বলতে চাইলে আমরা রাজি হই। কিছু সময় পর রুবেল ঘর থেকে বেরিয়ে দৌড় দিলে তাকে জাপটে ধরি। ঘরে গিয়ে দেখি হামিদার লাশ পড়ে আছে।