রাজশাহীতে আওয়ামী লীগের চার নেতা আটক হয়েছেন। তারা হলেন- পুঠিয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সামাদ, বাগমারার ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল মালেক, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন ও আড়ানী পৌর আওয়ামী লীগ সভাপতি শহিদুজ্জামান শহিদ। জেলার বিভিন্ন স্থানে সোমবার রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আবদুল মালেক জীবনের নিরাপত্তা চেয়ে থানায় গিয়ে আশ্রয় নিলে তাকেও আটক দেখানো হয়। চারজনকেই রাজশাহী পুলিশের গোয়েন্দা শাখায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়েছেন জেলা পুলিশের মুখপাত্র রফিকুল আলম। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটকদের আদালতে সোপর্দ করা হবে।