সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেছেন, ওসমান পরিবার নারায়ণগঞ্জ থেকে কোটি কোটি টাকা কামাত। আর তা পাহারা দিতে বিশাল গুন্ডাবাহিনী পালত। তাদের বিরুদ্ধে কেউ কথা বললেই লাশ হয়ে যেত।
গতকাল সন্ধ্যায় নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার সাড়ে ১১ বছর উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের উদ্যোগে শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ হয়। সমাবেশে বক্তারা ত্বকী হত্যার কঠোর শাস্তির দাবি জানান। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, ধীমান সাহা জুয়েল প্রমুখ।