টঙ্গী সিরাজউদ্দিন সরকার বিদ্যানিকেতন অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওয়াদুদুর রহমানকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। তাঁর স্থলে আওয়ামী লীগ ঘরানার একজনকে দায়িত্ব দেওয়ার পাঁয়তারা চলছে বলে জানান প্রতিষ্ঠানসংশ্লিষ্টরা। এ ঘটনায় শিক্ষক ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে।
সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা জানান, স্থানীয় কতিপয় আওয়ামী লীগ নেতা দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠান থেকে অবৈধ সুবিধা নেওয়ার চেষ্টা চালিয়ে আসছেন। অধ্যক্ষ ওয়াদুদুর রহমানের কঠোর ভূমিকার কারণে তাঁরা সফল হননি। এ কারণে ষড়যন্ত্রের মাধ্যমে অধ্যক্ষকে সরানো হয়েছে। এতে সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান জড়িত বলে দাবি তাঁদের। অধ্যক্ষ ওয়াদুদুর রহমান বলেন, ‘একটি মহল আমার কারণে লুটপাটের সুযোগ না পেয়ে চক্রান্তে লিপ্ত।’ সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, ‘আমি কোনো ষড়যন্ত্রে জড়িত নই। বরং আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র হচ্ছে।’