ঢাকায় শিক্ষা ভবনে সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারী দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক লাঞ্ছিতের প্রতিবাদে গাইবান্ধায় মানববন্ধন করা হয়েছে। গতকাল শহরের পাবলিক লাইব্রেরির সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয় ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক আলমগীর হোসেন, আবুল কালাম আজাদ, মাইদুল ইসলাম, আবদুর রউফ মিয়া, মতিয়ার রহমান, খলিলুর রহমান, নেজাম উদ্দিন প্রমুখ।