বিচারবহির্ভূত হত্যাকান্ড বন্ধ ও এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিতের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কমিউনিস্ট পার্টি (সিপিবি)। এ সময় গণ অভ্যুত্থানে হত্যার বিচার ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির আহ্বান জানান দলটির নেতা-কর্মীরা। গতকাল শহরের ১ নম্বর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।
সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সহকারী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, সদস্য ছাদেকুল ইসলাম মাস্টার, মিতা হাসান ও জাহাঙ্গীর আলম মাস্টার প্রমুখ।