নোয়াখালীর সদরে গণপিটুনিতে গুরুত্বর আহত এক যুবকের মৃত্যু হয়েছে। তবে পুলিশ বলছে, নিহত যুবক আগে থেকে সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত ছিল।
গতকাল সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে দুপুরে উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের সূর্যনারায়নবহরস্থ ইসমাইল মুহুরীর বাড়ি থেকে ৪ যুবককে ছাত্র-জনতা গণপিটুনে দিয়ে একটি পাইপগানসহ যৌথ বাহিনীর কাছে সোপর্দ করে। নিহত আব্দুস শহীদ (৪৩) উপজেলার পূর্ব চরমটুয়া ইউনিয়নের চরমটুয়া গ্রামের মমিন উল্যাহ মুন্সির ছেলে।
পুলিশ ও স্থানীয় স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে স্থানীয় ছাত্র জনতা ইসমাইল মুহুরী বাড়ি ঘেরাও করে ১টি পাইপগানসহ আব্দুস শহীদ (৪৩) জামাল (৪২) জাবেদ (২৮) ও রিয়াদকে (৩৬) আটক করে বেধড়ক মারধর করে। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা তাদের আটক করে সুধারাম মডেল থানায় হস্তান্তর করে। আহত শহীদকে সন্ধ্যায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তার মৃত্যু হয়। সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শহীদ গণপিটুনিতে আহত হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।