লক্ষ্মীপুরে পুকুর থেকে ফাতেমা বেগম (২২) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বজনদের অভিযোগ পারিবারিক কলহের জেরে স্বামী তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বামী রাজু (২৫) ও ভাসুর বাবলুকে (২৭) আটক করা হয়েছে। সদর উপজেলার মোহাম্মদনগর গ্রামে ফাতেমার বাবার বাড়িতে গতকাল সকালে এ ঘটনা ঘটে। ফাতেমা মোহাম্মদ নগর গ্রামের সাইফুল্লাহর মেয়ে। তাদের সংসারে চার বছরের এক কন্যা সন্তান রয়েছে। অভিযুক্ত রাজু ও বাবলু একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজের বাড়ির মোসলেহ উদ্দিনের ছেলে। ওসি কায়সার হামিদ জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।
লাশ পাঠানো হয়েছে সদর হাসপাতাল মর্গে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। নিহতের পরিবার ও পুলিশ জানায়, পাঁচ বছর আগে ফাতেমার সঙ্গে রাজুর বিয়ে হয়। রাজু অটোরিকশাচালক। স্ত্রীর বাবার বাড়িতে থাকতেন তিনি। সম্প্রতি রাজু অন্যত্র বিয়ে করেন। এ নিয়ে সংসারে অশান্তি বেড়ে যায়। রবিবার রাতে ঘরে রাজু-ফাতেমা ও তাদের মেয়ে ঘুমিয়ে ছিল। সকালে ফাতেমাকে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে লাশ ভাসতে দেখেন স্বজনরা। তার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।