রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁও নুরবাগ জামে মসজিদের পশ্চিম পাশে ঝিলপাড় সংলগ্ন তিন রাস্তার মোরে ময়লা-আর্বজনা থেকে অ-পরিপক্ব এক নবজাতক পুত্র সন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় নবজাতকের মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হাসান। তিনি বলেন, কে বা কারা নবজাতকের মরদেহটি এই স্থানে ফেলে রেখে গেছে তা জানা যায়নি।
পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/জুনাইদ