দিনাজপুর, ঝিনাইদহ ও নাটোরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-
দিনাজপুর : জেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে দিনাজপুর-গবিন্দগঞ্জ মহাসড়কের ফুলবাড়ীতে নছিমনের ধাক্কায় মারা যান আতাউর রহমান ভেকু নামে এক বৃদ্ধ। অন্যদিকে চিরিরবন্দরে যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যালো ইঞ্জিনচালিত টেম্পু চালক সুলতান আলম নিহত। আতাউর রহমান (৬০) ফুলবাড়ীর পূর্ব কাঁটাবাড়ী নয়াপাড়ার বাসিন্দা। সুলতান আলমের (৪০) বাড়ি চিরিরবন্দর উপজেলার দক্ষিণ নশরতপুর গ্রামের দোহলাপাড়ায়। ঝিনাইদহ : সদরে পিকআপ ভ্যানের চাকায় পিষ্ট হয়ে অঞ্জনা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে। শহরের কবি গোলাম মোস্তফা সড়কে গতকাল সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নাটোর : বড়াইগ্রামে যাত্রীবাহী বাস-মাছবোঝাই পিকআপের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় দুজন নিহত হয়েছেন। বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের রেজুর মোড়ে গত রাতে এ দুর্ঘটনা ঘটে।