আনুষ্ঠানিকভাবে আজ উপজেলা পরিষদের হলরুমে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওয়াতাধীন জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে বোয়ালমারী উপজেলার বিভিন্ন মসজিদের জন্য বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী তানভীর হাসান চৌধুরীর সভাপত্বিতে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. খায়রুল আলম সেখ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এমএম মোশাররফ হোসেন মুশা মিয়া, ফরিদপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক এএসএম আলী আহসান। অনুষ্ঠানটি উপস্থাপন করেন উপজেলা সামাজসেবা অফিসার কারিজুল ইসলাম। আয়োজনে ছিল উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়। উপজেলার ৯৮টি মসজিদে ৪৫ লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।