লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অটোরিকশা উল্টে খাদে পড়ে হাসিবা নামে দুই বছরের এক কন্যা শিশু নিহত হয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার পাটিকাপাড়া ইউনিয়নের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাসিবা গোতামারী ইউনিয়নের হাফিজুল ইসলামের মেয়ে বলে জানা গেছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাতীবান্ধা থানার ওসি (তদন্ত) নির্মল চন্দ্র মহন্ত।
স্থানীয়রা জানান, শিশু হাসিবা পারুলিয়া ইউনিয়নে অবস্থিত নানার বাড়িতে বেড়াতে এসে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা তাকে চিকিৎসার জন্য পারুলিয়া বাজারে পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। ডাক্তার দেখিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে বাড়ি ফেরার পথে শিমুলতলা নামক স্থানে ওই অটোরিকশার চাকার টায়ার পাংচার হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে।
এতে ওই শিশু গুরুতর আহত হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এমআই