দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনের মামলায় গ্রেফতার ছয় শিক্ষার্থীকে জামিন দিয়েছেন আদালত। শনিবার জেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে এই জামিন মঞ্জুর করেন। এদের মধ্যে পাঁচজন এইচএসসি পরীক্ষার্থী রয়েছে।
দিনাজপুর আদালতের পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। শনিবার সন্ধ্যার পর জেলা কারাগার থেকে তারা মুক্তি পায়।
জামিনপ্রাপ্তরা হলেন-দিনাজপুর সদরের পাহাড়পুর এলাকার আব্দুর রকিবের ছেলে আবু রায়হান (১৯), নবাবগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার আব্দুল মতিনের ছেলে সামিউল ইসলাম (১৯), চিরিরবন্দর উপজেলার জগন্নাথপুর গ্রামের মো. হাফেজ উদ্দিনের ছেলে মোসাদ্দেক হোসেন (১৯), একই উপজেলার কলেজপাড়া এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. আব্দুল মান্নান (১৯) ও ঘোড়াঘাট উপজেলার নয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে মো. আব্দুল আলিম ওরফে আরিয়ান ওরফে রবিউল ইসলাম (১৯)। অপরজন স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী দিনাজপুর সদরের চাউলিয়াপট্টি মোড় এলাকার শাহজাহান আলীর ছেলে মো. রাকিব হাসান (২৩)।
পুলিশ পরিদর্শক একেএম লিয়াকত আলী বলেন, সম্প্রতি কয়েকটি মামলায় এই শিক্ষার্থীদের নাম রয়েছে। তাদের শনিবার বিকেলে জেলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম শুনানি শেষে জামিন দেন।
তিনি জানান, চলমান আন্দোলনে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের জামিনে মুক্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন। সেই নির্দেশনা বাস্তবায়নে বৈষম্যবিরোধী গ্রেফতার ছাত্রদের পক্ষে নিয়োজিত আইনজীবীরা জেল কারাগারে আটক ছয় শিক্ষার্থীর জামিন আবেদন করেন।
শিক্ষার্থীদের পক্ষে আইনজীবী মো. রেজাউল ইসলাম বলেন, শিক্ষার্থীদের জামিনের জন্য আবেদন করা হলে পরীক্ষার্থী বিবেচনায় তাদের আদালত জামিন প্রদান করেছেন।
বিডি প্রতিদিন/এমআই