চুয়াডাঙ্গার জীবননগরে বাসের ধাক্কায় রহম আলী (৯৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে জীবননগর পশু হাসপাতালের কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রহম আলী উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে।
কেডিকে ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হোসেন বলেন, সকালে বাড়ি থেকে সাইকেল জীবননগর বাজারে যাচ্ছিলেন রহম আলী। জীবননগর পশু হাসপাতালের কাছে হাসাদহগামী ফাহিম ফয়সাল নামের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জীবননগর থানার ওসি এসএম জাবীদ হাসান বলেন, ঘাতক বাসটি আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে, চালক ও সহকারী পলাতক রয়েছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম