ফেনীতে বন্যা পরিস্থিতি খুবই ধীরে উন্নতির দিকে রয়েছে। এখনও শহরের প্রধান প্রধান সড়কের কোথায়ও কোমড় ও হাঁটু পানির নিচে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার উঁচু এলাকা থেকে পানি প্রায় নেমে গেছে। তবে এখনও প্রধান সড়কসহ বিভিন্ন স্থান পানির নিচে। তলিয়ে আছে গ্রামীণ সড়কসহ মানুষের ঘর বাড়ি।
ফেনী শহর, সদর, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার পানবন্ধী মানুষ এখনও আগের মতোই আছেন। তবে পানি কিছুটা কমেছে।
এদিকে জেলা জুড়ে দেখা দিয়েছে তীব্র বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। চরদিকে পানি ও খাদ্যের জন্য চলছে হাহাকার।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর অংশে এখনও পানি থাকলেও মহাসড়কের একটি লেনে ধীর গতিতে যান চলাচল করছে। তবে এখনও শুরু হয়নি রেল যোগাযোগ।
শহর উপজেলগুলোর পৌর এলাকার কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। মোবাইল নেটওয়ার্ক অনেকটা স্বাভাবিক হয়েছে।
বন্যার কারণে অনেক মৃতদেহ দাফনের জায়গা না পেয়ে বানের পানিতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে।
বিডি প্রতিদিন/এএ