সিরাজগঞ্জের শাহজাদপুরে পিকনিকে গিয়ে নদীতে গোসল করতে নেমে শোয়েব (১৮) নামে এক শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিক্ষার্থী পার্শ্ববর্তী উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতি এলাকার আব্দুস ছালামের ছেলে ও ঢাকার ধানমন্ডি আইডিয়াল কলেজের ছাত্র। বুধবার বিকেলে শাহজাদপুরের রাউতারা স্লুইস গেট এলাকায় বড়াল নদীতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী আজিজুল হকসহ শিক্ষার্থীরা জানান, সকালে কিছু শিক্ষার্থী শাহজাদপুরের রাউতারা সুইচ গেটে এলাকায় পিকনিক করতে আসেন। একদল শিক্ষার্থী রান্নায় ব্যস্ত ছিল। এরই ফাঁকে রাফি, মওদুদ, মাসুম ও সোয়েব নামে চার শিক্ষার্থী নদীতে গোসল করতে নামে। পানির স্রোতের কারণে চারজনেই ভেসে যেতে থাকে।
এ সময় আজিজুল নামে এক নৌকার মাঝি তিনজনকে ওঠাতে সক্ষম হলেও শোয়েব স্রোতের কারণে পানির নিচে তলিয়ে ভেসে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা সংবাদ পেয়ে নদীতে তল্লাশি চালিয়েও শোয়েবকে উদ্ধার করতে পারেনি। এ ঘটনায় শোয়েবের পরিবারসহ তার সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বিডি প্রতিদিন/এএ