খাগড়াছড়ি জেলার রামগড়ে ভারত সীমান্তবর্তী ফেনী নদীতে মাছ ধরতে গিয়ে দুই কিশোর নিখোঁজ হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ফেনীর কুলের নামার চর এলাকায় জাল দিয়ে মাছ ধরতে গিয়ে বাদশা (১৬) নদীতে ডুবে যায়। এর আগের দিন বুধবার বল্টুরাম টিলা এলাকায় নদীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয় মোহাম্মদ নয়ন (১৩) বছরের এক কিশোর।
প্রত্যক্ষদর্শীরা ফায়ার সার্ভিসকে খবর দিলে নয়নকে উদ্ধারে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল ঘণ্টাখানেক চেষ্টার পর তীব্র স্রোতের কারণে উদ্ধার অভিযান স্থগিত করে।
প্রত্যক্ষদর্শী আরিফ, জসিম, লাব্রেঅং জানান, ডুবে যাওয়া নিখোজ বাদশার বাড়ী রামগড়ের নাকাপা এলাকায়। উদ্ধার কাজ স্থগিত করার কথা জানান ফায়ার সার্ভিসের চট্টগ্রাম আগ্রবাদ এর ডুবুরি দলের সাব অফিসার মো. জসিম উদ্দন। তিনি জানান, প্রবল স্রোতের কারণে আমরা উদ্ধার কাজ স্থগিত করেছি।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন