চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লাভলেন এলাকায় আগুনে ৪টি বসতঘর পুড়ে গেছে। রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।
চট্টগ্রামের নন্দনকানন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার মোহাম্মদ আলী জানান, আগুন লাগার খবর পেয়ে ভোররাতে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ছুটে যান। ভোর ৫টার ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভানোর আগে চারটি আধাপাকা বসতঘরের আসবাবপত্র ও অন্যান্য মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
বিডি প্রতিদিন/মুসা