বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র-গণ অভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন সেই আত্মত্যাগ যেন আমরা কাজে লাগাতে পারি। অর্থাৎ দেশের মানুষ যেন ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার ও মৌলিক অধিকার ফিরে পায়। আর যেন এ দেশে ফ্যাসিজম কায়েম না হয়। পাশাপাশি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন দলের নাম ভাঙিয়ে কেউ যদি সন্ত্রাস, চাঁদাবাজি বা সমাজে ন্যায়বিরোধী কাজ করেন তাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ষোঘণা করা হয়েছে। এটি দুর্গাপুর থেকেই শুরু করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা হলরুমে দুর্গাপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
শহীদ পরিবারদের বিষয়ে কি সিদ্ধান্ত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সবকথা বলা যাবে না। তারপরও কিছুটা জানিয়ে রাখছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে দুর্গাপুরের শহীদ পরিবারের সার্বিক দায়িত্ব বিএনপি নিয়েছে। তিনি আরো বলেন, আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে আইনের সুশাসন থাকবে প্রত্যেকটা মানুষ তার নিজের অধিকার কায়েম করতে পারবে।
বৈষম্যবিরোধী ছাত্র-গণ অভ্যুত্থানে দুর্গাপুরের শহীদ মাসুম বিল্লাহ, শহীদ ওমর ফারুক, শহীদ জাকির হোসেন, শহীদ সাইফুলসহ ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদদের স্মরণে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত আলোচনা সভায় নিহত পরিবারের সদস্যদের এবং সারাদেশে নির্বিচারে ছাত্র জনতার উপর হামলায় নিহতদের বিচার দাবি করেন তারা।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বাক জহিরুল আলম ভূঁইয়া, সাবেক সভাপতি ইমাম হোসেন আবু চানসহ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য রাতুল খান রুদ্র, রাসেল আহমেদ প্রমুখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদলসহ হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/হিমেল