শেখ হাসিনার পদত্যাগের পর দুর্বৃত্তদের দ্বারা জয়পুরহাট সদর থানা আক্রমণ, লুটপাট, ভাঙচুরসহ অগ্নিসংযোগের ঘটনায় থানা থেকে লুট হওয়া একটি ২২ বোর রাইফেল উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের চিনিকল এলাকার একটু পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির জানান, সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ৩৬ দিনব্যাপী আন্দোলনের শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। ছাত্রজনতা যখন বিজয় উল্লাস করছিল তখন কিছু সুযোগ সন্ধানী দুষ্কৃতকারী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগসহ লুটপাট করে। এরই ধারাবাহিকতায় গত ৫ আগস্ট সন্ধ্যায় দুর্বৃত্তরা জয়পুরহাট থানায় আক্রমণ, ভাঙচুরসহ অগ্নিসংযোগ ও লুটপাট করে। লুটপাটের একপর্যায়ে দুর্বৃত্তরা থানা থেকে অস্ত্র-গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়।
তিনি আরও জানায়, সাধারণ মানুষের থানায় জমাকৃত ২২ বোর রাইফেলটি লাইসেন্স করা থানায় জমা ছিলো । ঘটনার দিন এই অস্ত্রটি লুট হয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় এই লুট করা অস্ত্র উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এএম