ঢাকায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের অবস্থান ধর্মঘটে উপজেলা প্রকল্প কর্মকর্তাদের হামলা ও দুজন শিক্ষককে মারপিটের অভিযোগে মঙ্গলবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষককরা। শহরের হাফরাস্তায় নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথভাবে আয়োজিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজু আহমেদ, শফিকুল ইসলাম ও আকরাম হোসেন এবং নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুলতান মাহমুদ ও শাহিন শাহ প্রমুখ।
বক্তারা হামলাকারীদের বিচার ও সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে উপজেলা ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়োগের দাবি জানান।
বিডি প্রতিদিন/এএ