একেবারেই নিঃস্ব ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা গ্রামের মিস্ত্রী বাড়ির শারীরিক প্রতিবন্ধী নেজাম উদ্দিন। তার নেই কোন স্থায়ী আয়ের পথ। স্ত্রীও অসুস্থ। এর-ওর কাছে চেয়ে-চিন্তে চলে তার সংসার। সাম্প্রতিক ভয়াবহ বন্যায় তার ঘরের চারপাশের টিনগুলো নষ্ট হয়ে যায়। তার আবেদনের প্রেক্ষিতে ‘বসুন্ধরা’ ‘শুভসংঘ’ ফেনী শাখার সদস্যরা তার বিধ্বস্ত ঘরটি সংস্কার করে নতুন ঘর দেওয়ার উদ্যোগ নেয়।
শুক্রবার সকালে মিস্ত্রী মাইন উদ্দিন ও খুরশীদের তত্ত্বাবধানে কাজ শুরু হয়। এসময় সেখানে ছিলেন শুভসংঘ ফেনী শাখার উপদেষ্টা আসাদুজ্জামান দারা, সভাপতি ফয়জুল হক বাপ্পি, সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি, নিরাপদ সড়ক চাই- ‘নিসচা’ ফেনী শাখার সভাপতি শহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শুভ চৌধুরিসহ ‘শুভসংঘ’ সদস্য ও স্থানীয় বাসিন্দারা। এসব কার্যক্রম সমন্বয় করছে পুনর্বাসনে সমন্বিত উদ্যোগ- “ঘুরে দাঁড়াবে ফেনী।”
‘শুভসংঘ’ জেলা কমিটির সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি বলেন, বাড়ির পরিবারগুলো খুবই দরিদ্র। বেশিরভাগ ঘর নষ্ট হয়েছে। আমরা আরো কয়েকটি ঘর মেরামত করে দিতে পারব। নতুন ঘর পেয়ে নেজাম ‘শুভসংঘে’র প্রতি কৃতজ্ঞতা জানান।
বিডি-প্রতিদিন/শআ