ঝিনাইদহে নবগঙ্গা নদীর পানিতে ডুবে ইয়াসিন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের উদয়পুর গ্রামের কুদ্দুস বিশ্বাসের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে।
জানা গেছে, রবিবার দুপুরে শিশু ইয়াসিন খেলার সাথীদের সাথে নবগঙ্গা নদীতে গোসল করতে আসে। একপর্যায়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামবাসী ও পরিবারের লোকেরা নদীর পানিতে খোঁজাখুঁজি করতে থাকে। এরমধ্যে তার লাশ পানি থেকে ভেসে উঠে। এ ঘটনায় সদর থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ