গাইবান্ধার সাদুল্লাপুরে ফেনসিডিলসহ মুক্তা আক্তার পাখি (২২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। এসময় একটি প্রাইভেটকার তল্লাশী করে ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সালমান নুর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে সোমবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ঝাউলার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। মুক্তা আক্তার পাখি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতার পশ্চিম সারাডুবি এলাকার রিপন ইসলামের স্ত্রী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, র্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঝাউলার বাজার এলাকায় একটি প্রাইভেটকার তল্লাশী করে। ওই প্রাইভেটকারে অভিনব কায়দায় লুকানো ৩৮৭ বোতল ফেনসিডিল জব্দসহ কারবারি মুক্তা আক্তার পাখিকে গ্রেফতার করা হয়।
সিনিয়র সহকারী পুলিশ সুপার সালমান নূর আলম বলেন, গ্রেফতার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামীকে সাদুল্লাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ