বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিণী এবং সাবেক এমপি, জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ সিরাজগঞ্জ শহর ও কামারখন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। শনিবার দুপুরে তিনি কামারখন্দ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ এবং সন্ধ্যায় সিরাজগঞ্জ শহরের বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি পূজা মন্ডপগুলোর হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি বলেন, ধর্ম, জাতি-বর্ণের ঊর্ধ্বে থেকে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে সিরাজগঞ্জবাসী পূজা উৎসব পালন করছে। জেলায় কোথাও কোনো মণ্ডপে কোনো সমস্যা হয়নি। আমরা ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে একসাথে চলবো এবং একসাথে সুন্দর ও সমৃদ্ধশীল বাংলাদেশ গড়ে তুলবো।
রোমানা মাহমুদ আরও বলেন, সিরাজগঞ্জে পূজা মণ্ডপগুলোতে আলোক সজ্জা অত্যন্ত সুন্দরভাবে করা হয়েছে, উত্তরবঙ্গে অন্য কোথাও এতটা সুন্দরভাবে করা হয়নি। এখানকার হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উৎসবমুখর পরিবেশে পূজা উদ্যাপন হচ্ছে। প্রতিটি মণ্ডপে বিএনপি, ছাত্রদল এবং যুবদলের নেতাকর্মীরা সার্বক্ষণিক উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন। পরিদর্শন শেষে প্রতিটি মণ্ডপে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
রোমানা মাহমুদ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন, আপনাদের যেকোনো প্রয়োজনে আমাকে বলবেন, আমি সবসময় আপনাদের পাশে আছি। আমরা একসাথে চলবো এবং একসাথে সিরাজগঞ্জ-কামারখন্দের উন্নয়ন করবো।
পরিদর্শনকালে রোমানা মাহমুদের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক মোস্তফা নোমান আলাল, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, সদর থানা বিএনপির সভাপতি ভিপি শ্রী অমর কৃষ্ণ দাস, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, কামারখন্দ উপজেলা বিএনপির সভাপতি বদিউজ্জামান ফেরদৌস, সাধারণ সম্পাদক রেজা রাব্বি উত্থান, কামারখন্দ স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ সোহেল মাহমুদ, যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম মন্ডল, সদস্য সচিব হাসনাতে রাব্বি সুমন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব তানভীর ইসলাম, কলেজ ছাত্রদলের আহ্বায়ক শামীম সরকারসহ ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীবৃন্দ।
বিডিপ্রতিদিন/কবিরুল